Khoborerchokh logo

গাজীপুরে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন,আনন্দ উৎসব,জনস্রোতের জোয়ারে পালন করলেন ; মেয়র জাহাঙ্গীর আলম 448 0

Khoborerchokh logo

গাজীপুরে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন,আনন্দ উৎসব,জনস্রোতের জোয়ারে পালন করলেন ; মেয়র জাহাঙ্গীর আলম

আলমগীর কবীর:
সোমবার ১৮ অক্টোবর ২০২১ইং বিকাল ৩ ঘটিকায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উযযাপন উপলক্ষে জিসিসি‘র মেয়র,ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কতৃক আয়োজিত আলোচনা ও দোয়ার অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে ।সিটি কর্পোরেশনের একাধিক কাউন্সিলর,৫৭টি ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।বৈরী আবহাওয়া থাকা সত্বেও দলেদলে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা  আসতে থাকে সভাস্থলে । উপস্থিত সকলের মুখে উচ্চারিত শুভ শুভ শুভদিন শহীদ শেখ রাসেলের জন্মদিন স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে ওঠে ঐতিহাসিক রাজবাড়ী মাঠ প্রঙ্গণ । মাত্র ১২ ঘন্টা আগে ঘোষনার ফলাফলে জনসমুদ্রে পরিনত হয়,এ আয়োজন । 



প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আজকের দিনটি একদিকে শোকের,অন্যদিকে আনন্দেরও, শেখ রাসেল সবসময় বঙ্গবন্ধুকে অনুসরণ-অনুকরণ করতো। আজ বেঁচে থাকলে হয়তো আমরা একজন অনুকরণীয় নেতা পেতাম। কিন্তু ঘাতকরা ১০ বছরের এই শিশুকেও নিস্তার দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট এই কুচক্রী মহল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। একইসাথে হত্যা করে বাংলাদেশের উন্নয়নের ধারা। স্তব্ধ করে দেয় মানবতা,বিচারের পথও করেছিল রুদ্ধ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও সময়োচিত সদ্ধিান্ত বাংলাদেশেকে সমৃদ্ধ করেছে এবং করছে। বহির্বিশ্বে আমাদের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে কোনোপ্রকার অরাজকতা সহ্য করা হবে না । যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন,তারা ভূল করেছেন । আসুন আমরা একসঙ্গে কাজ করি ।
শহীদ শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের উদ্দেশ্য করে মেয়র বলেন,একটি মহল আমার ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে । আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে । আগামীতে কোন ষড়যন্ত্রের কাছে যাতে মাথা নত করতে না হয়, সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি । 
তিনি আরও বলেন, একটি মহল সিটি করপোরেশনের উন্নয়নগুলোকে বাধাগ্রস্ত করতে গভীর ষঢ়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের দুর্নীতির সুযোগ না দেওয়ায় তারা এসব করছে। সত্যের জয় হবেই এবং সত্যই প্রতিষ্ঠিত হবে। সত্য চিরন্তন এবং যুগ যুগ ধরে সত্যই প্রতিষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যত প্রজন্ম যাতে আলোর পথ দেখতে পায় সেলক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আমরা কোনো অন্যায়, অনাচার,হত্যাকাণ্ড দেখতে চাই না। 
উল্লেখ্য উক্ত জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান,এস এম মোকসেদ আলম,মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,মজিবুর রহমান,মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক,শান্ত বাবুসহ অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি,হেলাল উদ্দিন হেলাল । পরিশেষে কেক কেটে অনুষ্ঠানের ইতি টানেন । 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com